![]() |
স্টির ফ্রায়েড মাশরুম
|
উপকরনঃ
Ø বাটন
মাশরুম- ২৫০ গ্রাম
Ø অলিভ
অয়েল- অল্প পরিমান
Ø লবন-
স্বাদমতো
Ø রসুন-
মিহি কুচি করা ১ চা চামচ
প্রণালীঃ
প্রথমে মাশরুম গুলো ভাল করে ধুয়ে নিয়ে দু টুকরো করে কেটে নিতে
হবে, একটি ফ্রাই প্যান এ অল্প পরিমানে অলিভ অয়েল নিয়ে তাতে রসুন কুচি ছেড়ে দিতে হবে,
রসুন হালকা বাদামী হয়ে আসলে মাশরুম ও লবন দিয়ে নাড়তে হবে। দু তিন মিনিট পর মাশরুম হালকা
ভাজা ভাজা হলে ধনেপাতা ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন, বিকেলের
নাশতা হিসেবে অসাধারন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন