নীলপরীর রসুইঘর
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫
সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫
বুধবার, ১২ মার্চ, ২০১৪
পটেটো চীজ ক্রকেট
আলু সেদ্ধ – দুই কাপ
শুকনো মরিচ
– ছোট
করে
টুকরো
করা
১
টেবিল
চামচ
(আমার
মরিচ
খুব
ঝাল
না,
তবে
ঝাল
কম
খেলে
আরো
কম
দেয়া
যেতে
পারে)
গোল মরিচ
– ১/২
চা
চামচ
রসুন – মিহি
কুচি
করা
১/২
চা
চামচ
আদা – মিহি
কুচি
করা
১/২
চা
চামচ
অরিগানো পাউডার-
১
চা
চামচ
ধনে পাতা
কুচি-
ইচ্ছেমত
লবন – স্বাদমত
মোজারেলা চীজ
– ১
ইঞ্চি
লম্বা
করে
কাটা
পরিমানমতো
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪
গোলাপ জাম / Gulab Jamun
গোলাপ জাম উপকরনঃ
পাউডার মিল্ক/
গুড়া
দুধ
– ১
কাপের
একটু
কম
ময়দা – ১/৪
কাপ
সুজি – ১
টেবিল
চামচ
(৫
মিনিট
পানিতে
ভিজিয়ে
রেখে
ছেকে
নিতে
হবে)
বেকিং পাউডার
– ১/২
চা
চামচ
ডিম – ১
টি
(ফেটানো)
কনডেন্সড মিল্ক
– ১
টেবিল
চামচ
(কনডেন্সড
মিল্ক
এর
বদলে
চাইলে
হেভি
হুইপড
ক্রীম
ব্যবহার
করতে
পারেন।
এতেও
মিষ্টি
ভালো
হয়)
ঘি/বাটার
– ১
টেবিল
চামচ
বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪
রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪
লোফ কেক/পাউন্ড কেক/ Pound Cake with Almond
উপকরনঃ
ময়দা – দেড়
কাপ
ডিম- ৩
টা
চিনি- ১
কাপের
একটু
কম (স্বাদ অনুযায়ী কম বেশি হতে পারে)
বাটার – হাফ
কাপের
একটু
বেশী
ভ্যানিলা ফ্লেভার
– ১
চা
চামচ
বেকিং পাউডার
– ৩
চা
চামচ
কাঠ বাদাম
– ১
টেবিল
চামচ
প্রনালীঃ
-প্রথমে ডিমের
সাদা
অংশ
ইলেক্ট্রিক
বিটার
দিয়ে
ভালো
করে
বিট
করে
ফোমের
মত
করে
নিতে
হবে।
তারপর
চিনি,
বাটার
আর
ডিমের
কুসুম
একটা
একটা
দিয়ে
আরো
একটু
বিট
করে
নিতে
হবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)