বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩
নার্গিসী কাবাব/ নার্গিসী কোফতা
রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
ভুড়ি ভুনা
মিন্ট রাইস (Mint Rice)
মিন্ট রাইস বানানোর প্রনালীঃ
এক কাপ পরিমান চাল ধুয়ে আধাঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর সেদ্ধ করে পানি শুকিয়ে নিন। নন স্টিক প্যানে একটু ঘি নিয়ে তাতে একদম মিহি করে কাটা পেয়াজ, রসুন ও কাচামরিচ কুচি মিশিয়ে নিন। তারপর তাতে সেদ্ধ চাল ঢেলে নিয়ে পুদিনা ও ধনেপাতা পেস্ট মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিন। ও একটু লবন দিতে ভুলবেন না।
এক কাপ পরিমান চাল ধুয়ে আধাঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর সেদ্ধ করে পানি শুকিয়ে নিন। নন স্টিক প্যানে একটু ঘি নিয়ে তাতে একদম মিহি করে কাটা পেয়াজ, রসুন ও কাচামরিচ কুচি মিশিয়ে নিন। তারপর তাতে সেদ্ধ চাল ঢেলে নিয়ে পুদিনা ও ধনেপাতা পেস্ট মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিন। ও একটু লবন দিতে ভুলবেন না।
শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩
শাহী তেহারী
Labels:
পোলাও/বিরিয়ানি/রাইস
Location:ঢাকা
Dhaka, Bangladesh
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)